Home জাতীয় ইজতেমার ময়দানে মুষলধারে বৃষ্টি

ইজতেমার ময়দানে মুষলধারে বৃষ্টি

ছবি- সংগ্রহ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে বুধবার মধ্যরাতেও এক দফা হালকা বৃষ্টি হয়েছিল।

সরেজমিনে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

ময়দানের বাইরে থাকা মুসল্লিরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সন্ধ্য ৬টা ৫২ মিনিটে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়েন। সন্ধ্যা ৭টায় বৃষ্টির তীব্রতা বাড়ে।

আরও পড়তে পারেন-

বৃষ্টির সময় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বৃষ্টির মধ্যে ভিজেই বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমা ময়দানে কর্তব্যরত তিতাস গ্যাস কর্মকর্তা মফিজ মিয়া জানান, বৃষ্টিতে সমস্যা হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করবেন।

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।