Home অপরাধ ও আইন-আদালত ধর্ষণকাণ্ডে আজও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ধর্ষণকাণ্ডে আজও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি- সংগৃহিত।

গৃহবধূকে ডেকে এনে ধর্ষণকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আজ সোমবারও আন্দোলন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলন থেকে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ নামের একটি প্লাটফর্ম গড়ে তোলার ঘোষণা এসেছে। আগামীকাল মঙ্গলবার এই প্লাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

গতকাল রবিবার জরুরি সিন্ডিকেট সভা ডেকে ধর্ষণকাণ্ডে জড়িত ছয় শিক্ষার্থীর সনদ বাতিল করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই সভায় আবাসিক হলে অবস্থান করা অবৈধ শিক্ষার্থী ও পোষ্যদের আগামী পাঁচ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা কতটুকু বাস্তবায়ন করা হবে, এ নিয়ে সন্দিহান শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে মনিটরিং সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রববনী বলেন, ‘গতকাল সিন্ডিকেট সভায় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, পাঁচ কর্ম দিবসের তারা অবৈধ এবং অছাত্রদের আবাসিক হল থেকে বের করবে। আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকেই প্রত্যেকটি হলে মনিটারিং সেল গঠন করব। কারা কারা বের হচ্ছে না হচ্ছে তা তদারকি করব।’

আরও পড়তে পারেন-

ধর্ষণকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার এবং আবাসিক হল অছাত্রমুক্ত করার দাবিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) মিছিল, সভা-সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সন্ধ্যা ৬টায় বিভিন্ন দাবিতে পোস্টার সাঁটিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর আড়াইটায় শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে একটি মতবিনিময় সভা করেন। সভাটি বিকেল ৪টা পর্যন্ত চলে। সভা শেষে একটি সমাবেশ করেন তারা। সমাবেশে  ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাহসিন বলেন, ‘জাহাঙ্গীরনগর শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ জায়গা। এই জায়গায় ধর্ষণের মতো ঘটনা আমরা মানব না। এ ঘটনায় অভিযুক্তিদের দ্রুত শাস্তি কামনা করি। পরবর্তীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তার নিশ্চয়তা চাই।’

শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী বলেন, ‘প্রশাসন যে প্রস্তুতি নিচ্ছে তার কতটুকু বাস্তবায়ন হয় সেটা দেখে আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।