Home আন্তর্জাতিক বিজেপি ২০০ আসনও পাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি ২০০ আসনও পাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। -ফাইল ছবি।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের যে সমীক্ষাগুলোতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলোকে ভুয়া বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০০টি আসনও পাবে না।

আজ শুক্রবার মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের নির্বাচনি প্রচারণায় গিয়ে এ মন্তব্য করেছেন মমতা। খবর আনন্দবাজারের।

তৃণমূল সভানেত্রী বলেন, দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়া। লাখ লাখ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।

এর আগে শুক্রবার সকালে ভারতে ১৮তম লোকসভা নির্বাচনে ভোট-গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি- তিনটি কেন্দ্রে হয়েছে ভোট-গ্রহণ। লোকসভার ৫৪৩টি আসনে সাত দফায় দেশটির প্রায় ৯৭ কোটি ভোটার ভোট দিবেন।

এদিন ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করে মমতা বলেন, যার বিয়ে সে-ই পুরোহিত- এটা প্রথম দেখছি। কি করে রাজ্যের পুলিশকে পুরোপুরি বাদ দিয়ে আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছেন? যাতে লোকে ভোট দিতে না পারে?

আরও পড়তে পারেন-

এসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ৪১টি রাজনৈতিক দলের জোট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) প্রসঙ্গে মমতা বলেন, কেউ কেউ বলছে, আমরা ‘ইন্ডিয়া’, আমাদের ভোট দিন। ‘ইন্ডিয়া’ এখানে নেই, ওটা দিল্লির। আমিই তৈরি করেছি। কংগ্রেস, সিপিএম এখানে ‘ইন্ডিয়া’ নয়। ওরা বিজেপি করে। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। একটা ভোটও দেবেন না।

তিনি জানান, কেন্দ্রের বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে আগামী দিনে তিনিই নেতৃত্ব দেবেন। তবে বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করে। তাই এখানে ওদের সমর্থন করবেন না।

ভারতজুড়ে এবার দুই হাজার ৬৬৬টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভায় ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টির মতো জাতীয় রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমনই মমতার তৃণমূল, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের মতো শক্তিশালী প্রাদেশিক দলও রয়েছে।

ভোট গ্রহণকে কেন্দ্র সারাদেশে তিন ধাপে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। এছাড়া নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

[দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন]