Home অন্যান্য খবর সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতার সাথে পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের

সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতার সাথে পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের

দেশের সর্ববৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী সফরে করেছেন মধুপুরের পীর সাহেব হযরত আল্লামা আবদুল হামিদ ও মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন- মাওলানা রশিদ আহমদ, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম ও মাওলানা রাশেদ বিন নূর।

সোমবার (১৪ অক্টোবর) সফরকারী মেহমানগণ বেলা ১২টায় জামিয়ার মুহতামিম হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)এর সাথে সাক্ষাত করেন এবং সালাম ও কুশল বিনিময় করেন। তাঁরা ইসলাম ও মুসলিম স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক পরিস্থিতির উপর প্রায় আধঘন্টা ব্যাপী মতবিনিময় করেন।

এ সময় জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী সর্বাবস্থায় উলামায়ে কেরামের দেওবন্দী মাসলাক তথা নীতি-আদর্শের উপর দৃঢ় ও অবিচল থাকার পাশাপাশি পারস্পরিক ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি যেকোন পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণের সময় স্থুল চিন্তা ও লৌকিকতা পরিহার করে দূরদর্শিতা ও বিচক্ষণতার সাথে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান করেন।

আরও পড়তে পারেন-

মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ (দা.বা.) জাতীয় স্তরে ঈমান-আক্বিদা ও দ্বীনি বিষয়গুলোতে উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর সক্রিয় নেতৃত্বদানের জন্য আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজ ও তাওহিদী জনতার মাঝে দারুল উলূম হাটহাজারী যে মর্যাদা ও গুরুত্বের আসনে আছে, তাতে করে দ্বীনি বিষয়গুলোতে হাটহাজারীর সুস্পষ্ট অবস্থানের বিষয়ে সকলে তাকিয়ে থাকেন। আলেম-উলামা ও তাওহিদী জনতার ঐক্যবদ্ধ দৃঢ় অবস্থান বজায় রাখা এবং যে কোন বিভ্রান্তি ও ভুল পদক্ষেপের সংশোধনের বিষয়ে দারুল উলূম হাটহাজারীর ভূমিকার গুরুত্ব অপরিসীম।

মতবিনিময় শেষে মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ ও মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আগামী ২৪ অক্টোবর রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে ন/বুওয়া/ত পরিষদ আহুত “উলামা মাশায়েখ সুধী সম্মেলনে” অংশগ্রহণের জন্য হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কুরাইশীকে বিশেষভাবে দাওয়াত দেন।

আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী দাওয়াত গ্রহণ করেন এবং আক্বিদায়ে খত/মে ন*বুও/য়াতের উপর সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।