টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে মুসল্লিদের ওপর হামলায় শূরায়ী নিজামের সাথীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভি সা’দপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।
শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলে জমায়েত হয় শ’ শ’ মানুষ । এ সময় ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে প্রতিবাদ, বিক্ষোভ ও স্লোগান দেয়া হয়।
ঝিনাইদহে হেফাজতে ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বিশ্ব ইজতেমা ঘিরে ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর তাবলিগ ময়দানে মাওলানা জোবায়েরপন্থীদের ওপর মওলানা সা’দপন্থীদের হামলা, হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মওলানা মুফতি আরীফ বিল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পায়রা চত্বরে এসে সমাবেশ, দোয়ার ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইজতেমা ময়দানে হামলাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সাভারে বিক্ষোভ
টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ডের মডেল মসজিদের সামনে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে এ বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের জাদুরচর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
এ সময় বক্তারা বলেন, ‘সা’দপন্থী সন্ত্রাসীরা কোথাও ইজতেমা করতে পারবে না এবং কাকরাইল মসজিদে সা’দপন্থীদের কোনো স্থান দেয়া যাবে না।’
গণসমাবেশে উপস্থিত ছিলেন জুনায়েদ আল-হাবিব, মাওলানা আফছার আলী, আমিনুল ইসলাম কাসেমী প্রমুখ।
টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ
টঙ্গীর ইজতেমা ময়দানে মধ্যরাতে সা’দপন্থীদের হামলা ও হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মো: নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী। সমাবেশ শেষে টঙ্গী ইজতেমা ময়দানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া হয়।
ঈশ্বরগঞ্জে সা’দপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
টঙ্গী ইজতেমা ময়দানে সা’দপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ করেছে ইত্তেফাকুল উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার জুমার পর ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাবেশের মধ্যে দিয়ে তা শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘সা’দপন্থীদের নিষিদ্ধ করতে হবে। না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব বলে হুঁশিয়ারি দেয় বৃহত্তর মোমেনশাহী ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। ওই সময় উপস্থিত ছিলেন জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার মোহতামিম ও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার সম্পাদক মাওলানা মাহমুদুল হক আজিজিসহ বৃহত্তর মোমেনশাহী ইত্তেফাকুল উলামা ও স্থানীয় আলেম।’
উম্মাহ২৪ডটকম: এমএ