সদ্য যোগদানকারী জমিয়ত নেতা মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর আহবানে রাজধানীর উত্তরখানে নতুন বাংলাদেশ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় উত্তরখান মাস্টারপাড়া সংলগ্ন জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদরাসায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মুখে জমিয়তের ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের আলোচনা শুনে অনুপ্রানিত হয়ে প্রায় শতাধিক নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে জমিয়তে যোগদান করেন। যোগদানকৃত নতুন সদস্যদের বুকে জড়িয়ে দ্বীন, দেশ ও সমাজসেবার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী।
উম্মাহ২৪ডটকম: আইএ