গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে। বৃহস্পতিবার সারাদিনব্যাপী চলা হামলায় অন্তত ১০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে অন্তত ৫১ জন নিহত হয়েছেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায়।
হামাস সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে সংগঠনটি এমন নিশ্চয়তা চায় যে, এটি যেন স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি ঘটায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার জনগণের জন্য তিনি “নিরাপত্তা” চান। আগামী সপ্তাহে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ওয়াশিংটনে স্বাগত জানাবেন বলে জানা গেছে, যেখানে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হবে।
নেতানিয়াহু আবারও প্রতিশ্রুতি দিয়েছেন, গাজায় হামাসের হাতে আটক থাকা সব ইসরায়েলি বন্দিকে তিনি ফিরিয়ে আনবেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,১৩০ জন নিহত ও ১,৩৪,৫৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ব্যক্তি অপহৃত হন বলে দাবি করে ইসরায়েল।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
পশ্চিম তীরে দফায় দফায় অভিযান
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়ও ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।
- নাবলুসের দক্ষিণে বেইতা শহরে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি তরুণদের ওপর গুলি চালিয়েছে, যারা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে প্রতিরোধ করছিল।
- জেনিন শহরে একটি বাড়ি ঘিরে ফেলে একজন ফিলিস্তিনিকে আত্মসমর্পণের আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী।
- রামাল্লার নিকটবর্তী নিলিন ও কুবার, জেরুজালেমের দক্ষিণ-পূর্বে আল-আইজারিয়া, কালকিলিয়ার পূর্বে আজ্জুন, হেবরনের দক্ষিণে মাসাফার ইয়াত্তা এবং জেনিনের কাছে ইয়াবাদ ও আজ্জা শহরেও ব্যাপক ধরপাকড় চালানো হয়।
গাজায় আশ্রয় নেওয়া মানুষের ওপর হামলা
আল জাজিরা আরবি বিভাগের খবরে জানা যায়, দক্ষিণ গাজার খান ইউনুসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
- আল-মাওয়াসি এলাকায় একটি তম্বুতে বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হন এবং অনেকেই আহত হন।
- একটি সমুদ্রসৈকতে অপর একটি তম্বুতে গোলাবর্ষণে ৭ জন নিহত এবং আরও অনেকেই আহত হন।
- টাইবা টাওয়ারের পাশে আরেকটি তম্বুতে হামলায় ৫ জন নিহত হন।
খাদ্য সংকটে বিপর্যস্ত গাজাবাসী
গাজায় খাদ্য ও পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। বেসরকারিভাবে বিতরণ করা খাদ্য সহায়তা অপ্রতুল, পুষ্টিহীন এবং সংগ্রহ করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।
বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত দুর্বলতা, অবসাদ ও অসুস্থতার মাত্রা দিন দিন বাড়ছে। রান্নার গ্যাস ও বিশুদ্ধ পানির অভাবে খাদ্য প্রস্তুত করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রনীতিবিদ জোসেপ বোরেল এক মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো গাজায় শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয় ভূমিকারও কড়া সমালোচনা করেন।
এদিকে, Associated Press–এর এক অনুসন্ধানে উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত Gaza Humanitarian Foundation (GHF)-এর নিরাপত্তাকর্মীরা ত্রাণ নেওয়ার জন্য ভিড় করা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। যদিও GHF কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
লেবাননে ড্রোন হামলা
ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের রাজধানী বৈরুতের কাছে একটি গাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে আহত করা হয়েছে। যদিও হিজবুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চলছে, তা সত্ত্বেও ইসরায়েল এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা, সংবাদ সংস্থা
উম্মাহ২৪ডটকম: এমএ