Home রাজনীতি ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাইও শেষ হয়নি : হাসনাত আব্দুল্লাহ

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাইও শেষ হয়নি : হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় সারাদেশ তোলপাড়। বিভিন্ন মহল থেকে এ ঘটনার বিচার দাবি উঠেছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।

আরও পড়তে পারেন-

যেখানে তিনি লেখেন, ‘ছাত্ররা ঘরে ফিরে যায়নি। জুলাই শেষ হয়নি।’ শুক্রবার (১১ জুলাই) রাতে তিনি এ পোস্ট করেন। এর আগে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।