প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বর ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থাসহ ঘটনার যাবতীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়।
শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হেফাজতের সমাবেশে হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তের বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
এছাড়া, পূর্ববর্তী ‘ফ্যাসিবাদি শাসনামলে’ হেফাজতের নেতাকর্মী ও আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বৈঠকে হেফাজতের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।
সরকারের পক্ষ থেকে বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ