Home স্বাস্থ্য ও চিকিৎসা হার্টের রিংয়ের দাম কমাল সরকার, ১০ মডেলের নতুন মূল্য নির্ধারণ

হার্টের রিংয়ের দাম কমাল সরকার, ১০ মডেলের নতুন মূল্য নির্ধারণ

- প্রতিকী ছবি।

সরকার কার্ডিয়াক স্টেন্টের (হার্টের রিং) দাম কমিয়ে ১০টি মডেলের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্য বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোনিক কোম্পানির আমদানিকৃত মোট ১০টি স্টেন্টের নতুন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দামে কর, ভ্যাট, বিভিন্ন চার্জ এবং কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় রাখা হয়েছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্টেন্টের দাম অনেক বেশি হওয়ায় এটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়তে পারেন-

নতুন নির্ধারিত দামে যেসব স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য:

রিসলুট অনিক্স (মেডট্রনিক): আগের দাম ১,৪০,৫০০ টাকা, এখন ৯০,০০০ টাকা

প্রমাস এলিট (বোস্টন): আগের দাম ৭৯,০০০ টাকা, এখন ৭২,০০০ টাকা

সিনার্জি এক্সআইডি (বোস্টন): আগের দাম ১,৮৮,০০০ টাকা, এখন ১,০০,০০০ টাকা

জিয়ান্স প্রাইম (অ্যাবট): আগের দাম ৬৬,৬০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

অনিক্স ট্রুকর (মেডট্রনিক): আগের দাম ৭২,৫০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

এছাড়া বোস্টন ও অ্যাবট কোম্পানির আরও কয়েকটি মডেলের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই মূল্যতালিকা ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং কোনো হাসপাতাল স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি আদায় করতে পারবে না।

একইসঙ্গে, অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস বিক্রি না হয় তা নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।