Home অর্থনীতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট তাদের দিল্লি সফর করার কথা ছিলো। এরফলে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি আলোচনা বিলম্বিত হচ্ছে। সেইসঙ্গে ২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক থেকে মুক্তি পাওয়ার আশাও ম্লান হয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত দ্বিপক্ষীয় আলোচনা অন্য কোনো তারিখে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, বাণিজ্য ও শুল্ক আলোচনা সম্পর্কে তাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি।

আরও পড়তে পারেন-

এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পর নয়াদিল্লির জন্য এই বৈঠক অনেক গুরুত্বপূর্ণ ছিলো। এর আগে ট্রাম্প ভারতের ওপর আরো ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। সবমিলিয়ে দেশটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

২৭শে আগস্ট থেকে ভারতের আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কর কার্যকর হতে যাচ্ছে। পাঁচ দফা আলোচনার পর ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে মতবিরোধের কারণে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। মার্কিন প্রতিনিধিদলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল।

অতিরিক্ত শুল্ক ঘোষণার পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী পণ্যের উপর গুরুত্বারোপ করেন এবং স্বাধীনতা দিবসের ভাষণে কৃষক ও জেলেদের পাশে থাকার বিষয়ে জোরালো বার্তা দেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।