Home অর্থনীতি নিলামে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিলামে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক (বিবি) আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে পুনরুজ্জীবিত করার কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে ডলার ক্রয়ের জন্য প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছিল।

২০২৫-২৬ অর্থবছরের (এফওয়াই২৬) এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১,৭৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

আরও পড়তে পারেন-

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে।

তিনি আরো বলেন, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোকে ডলার বিক্রিও করবে।

তিনি যোগ করেন, ‘প্রয়োজন মনে হলে স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ বিবেচনা করতে পারি।’

সূত্র : বাসস

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।