Home শীর্ষ সংবাদ ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করায়...

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করায় জোর

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তরুণদের শিক্ষা বিনিময় জোরদার, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে আঞ্চলিক জোট সার্ককে কীভাবে আরও সক্রিয় ও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’

এ সময় ইসহাক দার প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং তার সফরের প্রধান ফলাফলগুলো সম্পর্কে অবহিত করেন।

সফরকালে তার এবং তার প্রতিনিধিদলের জন্য চমৎকার ব্যবস্থা এবং উষ্ণ আতিথেয়তার জন্য অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসহাক দার।

এ সময় ড. ইউনূস স্মৃতিচারণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও আমি যখনই সাক্ষাৎ করেছি, আমরা সার্ক নিয়ে কথা বলেছি। আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন। আর সার্ক আমাদের উভয়ের জন্যই সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।’

আরও পড়তে পারেন-

একইসঙ্গে ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সে দেশের জনগণের উদ্দেশে শুভেচ্ছা জানান।

দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগগুলো তুলে ধরে ইসহাক দার বলেন, ‘আমার বিশ্বাস আমাদের দুই দেশের অর্থনীতি একে-অপরের পরিপূরক। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’

তিনি ড. ইউনূসের অবদানের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ ভাগ্যবান যে আপনার মতো একজনকে সরকারপ্রধান হিসেবে পেয়েছে।’

এর আগে আজ দুপুরে রাজধানীর ভাটারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ও সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইসহাক দার। 

গতকাল শনিবার দুই দিনের সফরে বাংলাদেশে আসেন ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তার সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেছে। এটি ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশে সফর।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।