Home জাতীয় সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) দুই দিনে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বুধবার (২৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাজমুল হক।

বিজিবি সূত্র জানায়, মঙ্গল ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

আরও পড়তে পারেন-

অন্যদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কাশ্মিরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়।

জব্দ চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটক মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।