Home রাজনীতি চবি ঘটনায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেন লে. কর্নেল (অব.) দিদারুল...

চবি ঘটনায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেন লে. কর্নেল (অব.) দিদারুল আলম

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেঃ কর্নেল দিদারুল আলম পিএসসি (অব:)। - ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হাটহাজারী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, পিএসসি।

তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান উদাত্ত জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ মানবিক উপায়ে দায়িত্ব পালন করতে হবে। উভয় পক্ষকে সহিংসতা থেকে বিরত রেখে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করতে হবে।

আরও পড়তে পারেন-

তিনি আরও উল্লেখ করেন, শুধু বাহিনী মোতায়েন করেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে যৌথ উদ্যোগে এগিয়ে আসতে হবে। তাঁদের সমন্বিত আলোচনার মাধ্যমে এলাকায় স্থায়ী শান্তি ও সৌহার্দ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি।

লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কোনো সন্ত্রাসী চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, কিংবা দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা চলছে কি না—তাও খতিয়ে দেখা প্রয়োজন।

আহতদের চিকিৎসার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাতে প্রত্যেক আহত ব্যক্তি সুচিকিৎসা পান এবং নির্দোষ কেউ হয়রানির শিকার না হন সেটা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায়সংগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষাই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।