Home রাজনীতি নরসিংদী জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী জেলা জমিয়তের আহ্বায়ক মুফতী আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

আরও পড়তে পারেন-

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল প্রমূখ। 

মুফতি আবদুর রহিমকে সভাপতি, মাওলানা ওমর ফারুক কান্দাবিকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক, মুফতি রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।