Home রাজনীতি নির্বাচন নিয়ে শঙ্কা অযৌক্তিক, সময়মতো হবে: ফখরুল

নির্বাচন নিয়ে শঙ্কা অযৌক্তিক, সময়মতো হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি/সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি বা দল অযথা শঙ্কা ছড়ালেও জনগণ তা গুরুত্ব দেবে না। নির্বাচন যথাসময়ে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।

আরও পড়তে পারেন-

রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ফখরুল জানান, দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন হচ্ছে, যা নেতাকর্মীদের জন্য নতুন উদ্দীপনা তৈরি করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।

২০১৭ সালে সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।