বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের যেকোনো হুমকি মোকাবিলা করা হবে। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।
তারেক বলেন, বিএনপির নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের আলোচনায় ভিন্নমত থাকতেই পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে।
নির্বাচন সহজ হবে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে অরাজকতা বা পলাতক স্বৈরাচারের প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি করা যাবে না।
এ ছাড়া কর্মসংস্থান, নারীর সমস্যা সমাধান ও জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।
উম্মাহ২৪ডটকম:আইএএ