Home শীর্ষ সংবাদ ডাকসু নির্বাচন: ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ এগিয়ে

ডাকসু নির্বাচন: ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত [রাত ৩টা ৩০ মিনিট] ঘোষিত ফলাফলে জগন্নাথ হল বাদে বাকি অধিকাংশ হলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।

অমর একুশে হলে ভিপিপ্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। একই পদে দাঁড়ানো ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. আবিদুল ইসলাম খান ১৪১ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৯০ ভোট।

শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট।

সুফিয়া কামাল হল থেকেও ভিপি পদে সর্বাধিক ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১,২৭০ ভোট। একই পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট।

সাধারণ সম্পাদক [জিএস] পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ৯৬৫ ভোট, প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৫০৭ এবং ছাত্রদলের শেখ তানবীর বারী হামীম পেয়েছেন ৪০২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মোহাম্মদ মহিউদ্দিন খান এগিয়ে রয়েছেন ১,১৩৫ ভোট পেয়ে। একই পদে তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩৯৭ এবং তাহমিদ আল মোদ্দাসির চৌধুরী পেয়েছেন ৩৫৫ ভোট।

অন্যদিকে, ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭, জামালুদ্দীন খালিদ ২২ এবং বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ৬ ভোট।

আরও পড়তে পারেন-

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৫৮৯ ভোট, ছাত্রদলের হামীম ২২৮ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ৩৮১ ভোট।

এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট, তানভীর হাদী আল মায়েদ ১৮৮, তাহমিদ আল মুদাসসির ১২১ এবং আশরেফা খাতুন ৩৫ ভোট।

শহীদুল্লাহ হলেও ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন ৫৬, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৪০, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ৬, স্বতন্ত্র শামীম হোসেন ১০১, জামালুদ্দীন খালিদ ২৬ এবং শেখ ইমি পেয়েছেন ২ ভোট।

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৭৭৩ ভোট পেয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট এবং ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান সর্বাধিক ৮৪৪ ভোট পেয়েছেন। এই পদে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১৮৯ ভোট।

জগন্নাথ হলে ডাকসু নির্বাচনের ফলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বড় ধরনের পিছিয়ে পড়েছেন।

ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খান সর্বাধিক ১,২৭৬ ভোট পেয়েছেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন ২১ ভোট এবং ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ৫ ভোট। শিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।

জিএস পদে মেঘমল্লার বসু বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১,১৭০ ভোট। ছাত্রদলের হামীম পেয়েছেন ৩৯৮, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের পেয়েছেন ২৭ এবং শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট।

এজিএস পদে ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ এগিয়ে আছেন ১,১০৭ ভোট পেয়ে। শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন মাত্র ৭ ভোট।

জহুরুল হক হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩১৪, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের ৮৭, স্বতন্ত্র উমামা ফাতেমা ৯৬, শামীম হোসেন ১৯৪ এবং জামালুদ্দীন খালিদ পেয়েছেন ১৮ ভোট।

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৬৭০ ভোট। ছাত্রদলের হামিম পেয়েছেন ৪০৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের ৮৯, আরাফাত ২২০, সাদী ২২৯ এবং মেঘমল্লার বসু পেয়েছেন ১৪০ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ পেয়েছেন ২৮৭ ভোট। এছাড়া আশরেফা খাতুন পেয়েছেন ৩২ এবং তাহমিদ আল মুদ্দাসসির পেয়েছেন ১৮২ ভোট।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি [ভিপি] পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক [জিএস] পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক [এজিএস] পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।