Home জাতীয় সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেপ্তার

সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের ঘটনায় পদ স্থগিত হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে (৫৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তার সাহাব উদ্দিন উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বারীর ছেলে।

তার বিরুদ্ধে সিলেটে কোতোয়ালী ও কোম্পানীগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে। এর আগে সাদাপাথর লুটপাটের ঘটনায় সংবাদ প্রচার হলে দেশব্যাপী তোলপাড় হয়। পরে গত ১১ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়।দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়তে পারেন-

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকেই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে শুরু হয় বেপরোয়া পাথর ও বালু লুট। লুটপাট থেকে রক্ষা পায়নি হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সঙ্গী শাহ্ আরফিনের স্মৃতি বিজড়িত শাহ্ আরফিন টিলা, বাংলাদেশ রেলওয়ের অধীনস্থ দেশের একমাত্র রোপওয়ের বাঙ্কার এলাকা। দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।