বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতির কাছে এমন কিছু রেখে যেতে চান না, যা অল্পদিনের মধ্যে টিকে থাকবে না বা সহজেই চ্যালেঞ্জের মুখে পড়বে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।”
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সর্বশেষ বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের নকশা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ। এটি দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি মজবুত করবে। তবে বাস্তবায়নের জন্য সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
উম্মাহ২৪ডটকম: আইএএ