বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন, “ইনশাআল্লাহ্, দ্রুত ফিরে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন।”
বৈঠকের আলোচ্য বিষয়
প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কিছু বিশেষ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানান বাবর।
বিদেশি যোগাযোগ নিয়ে উদ্বেগ: বাবরের দাবি, পার্শ্ববর্তী দেশে এস আলম গ্রুপের সঙ্গে বাংলাদেশের “পতিত সরকার” বৈঠক করেছে, যার উদ্দেশ্য ছিল নির্বাচন ব্যাহত করা ও সহিংস ঘটনা ঘটানো।
অস্ত্র উদ্ধার: তিনি বলেন, “বিভিন্ন অবৈধ ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি—এ নিয়েও আলোচনা হয়েছে।”
নিয়োগ প্রসঙ্গ: সাম্প্রতিক এএসআই নিয়োগ নিয়েও কথা হয়েছে বলে জানান বাবর। তার ভাষ্য, “সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই ও এএসপি পদে। এবার সরাসরি এএসআই নিয়োগ হওয়ায় ভবিষ্যতে পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠতে পারে।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বাবর বলেন, “আমাদের আসার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। সেই সহায়তার অংশ হিসেবেই আমাদের কনসার্ন জানিয়েছি, তারাও একমত হয়েছেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া
অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকটিকে মূলত সৌজন্যমূলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি স্যারের (বাবর) সঙ্গে তিন বছর কাজ করেছি। তাই তার সঙ্গে আমার আগের পরিচয় আছে। আজ সৌজন্য সাক্ষাৎ হয়েছে। পারিবারিক ও নানান বিষয়ে কথা হয়েছে। রাষ্ট্রীয় বিষয়ে দু-একটি আলোচনা প্রেক্ষাপটে এসেছে, তবে সেটা বড় কিছু নয়।”
বৈঠকে উপস্থিতি
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিকেল সোয়া ৪টার কিছু পরে বাবর প্রতিনিধিদল নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন এবং সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৈঠক শেষে বেরিয়ে আসেন।
উম্মাহ২৪ডটকম:আইএএ