Home জাতীয় দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করলো সরকার

দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করলো সরকার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি বহুলাংশে বাড়বে।

বৃহস্পতিবার দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আরও পড়তে পারেন-

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস রিলিজে বলা হয়, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ— এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। একই বিচারকের ওপর এই দুই দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ।

উল্লেখ্য, দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।