Home শীর্ষ সংবাদ শ্রমবাজারে চাহিদা মেটাতে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ আলবেনিয়ার

শ্রমবাজারে চাহিদা মেটাতে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ আলবেনিয়ার

নিজেদের ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ ও অদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই।

তিনি বলেন, “আমাদের দেশে কর্মীর প্রয়োজন, ইতিমধ্যেই বেশ কিছু আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আবেদন করেছে।” এসময় তিনি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে, বিশেষ করে পর্যটন খাতে। তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গতিশীল ও তরুণ কর্মশক্তি নিয়ে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। তবে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশিদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয় বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়তে পারেন-

এর জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক-নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষিখাতের শ্রমিক পর্যন্ত বিভিন্ন দক্ষতার জনশক্তি সরবরাহ করতে প্রস্তুত। তিনি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া প্রেসিডেন্ট বেগাই জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।