যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আল জাজিরার।
আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরআগে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেব না, এটা কখনো ঘটবে না।’
ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সাথেও কথা বলেছেন। তিনি বলেন, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে, এমনকি সম্ভবত শান্তিরও।’
নেতানিয়াহুর সাথে পশ্চিম দীর দখলের প্রচেষ্টা বন্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে, ট্রাম্প এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি বলেন, ‘আমি তার সাথে কথা বলি বা না বলি, আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দিচ্ছি না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে, ঠিক আছে?’
অধিকৃত পশ্চিম তীরের সম্ভাব্য দখল রোধে তিনি কী পদক্ষেপ নেবেন তার বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখল বন্ধ করতে ইসরাইলের প্রতি চাপ বাড়ছে। কারণ পশ্চিমা দেশগুলি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
যুক্তরাজ্য ও জার্মানি ইসরাইলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে ‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।’
উম্মাহ২৪ডটকম:আইএএ