Home কবিতা কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

।। মালেকা ফেরদৌস ।।

‘বল বীর চিরউন্নত মম শির।’
বীরের রক্তে রঞ্জিত বিশ্বে
শতবর্ষ পরে আজও
তোমাকেই দেখি অবাক বিস্ময়ে।

সৃষ্টি সুখের উল্লাসে জাগো
সিন্ধু স্রোতের কল্লোলে
বৈশাখী ঝড় তুমি অবিরত
রীতিটাকে চাও ওল্টাতে।

গুমোট বাতাসে কান্নার সুর
গুমরে ওঠে আজও
কাঁদে বীরের দুহিতা- কাঁদে মা,
‘অত্যাচারীর খড়ক কৃপাণ ভীম।

এখনও রণিছে ভূমে-
অরণ্য, পাহাড় সভ্যতার মূলে
দজলা, ফোরাত নীলের জলে-
রক্ত অশ্রু একাকার মিলেমিশে,
জ্বলছে আগুন পাঠান মূলকে
চীনার শাখে জলপাই বনে
তোমার দ্রোহের অগ্নিশিখায়
আজ বীরেরা জ্বেলেছে মশাল
পরাভব মানেনিকো কোন বীর,
জয়ের নিশান উড়বেই একদিন
আশ্চর্য ভয়হীন।