Home কবিতা করোনার মৌলবাদ

করোনার মৌলবাদ

।। আরিফুল ইসলাম ।।

নেকাব খোলার আন্দোলন শেষ হতে না হতেই
তাদের প্রত্যেকের মুখে নেকাব দেওয়ার সমন জারি হল,
মৌলবাদে ভরে গেল বিশ্ব।

আজ তাই সুপার মার্কেটে গিয়ে ললনাদের
লাল লাল ঠোঁট দেখা হলো না।
তাদের রিমঝিম ঝিমঝিম মোহনীয় মনলোভা
হাসির পরিবর্তে পেলাম ভয়ার্ত কণ্ঠ।
যেন বলছে দূরে যাও, বহুদূরে।

ভীড়ের ভিতর নারীর শরীর স্পর্শ করা লম্পটটিও
আজ তার হাত সামলে রাখছে।
শরীরের নানা ভাঁজ দেখানোর কসরত
রাতদিন করেছে যে নারী কিংবা পুরুষ,
সেও আশ্রয় নিতে চাচ্ছে পিপিই নামক
ঢোলাঢালা জোব্বা কিংবা বোরখার মধ্যে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লিস্টও ক্রমশ
ছোট থেকে ছোট হয়ে আসছে।
কত কম জিনিসে বাঁচা যায় সেটার শিক্ষা
খোদ ভোগবাদী দেবতার দল দিচ্ছে।

মসজিদের জামায়ত সংকীর্ণ করে হলেও
বুঝে আসছে পাঁচ ওয়াক্ত ওজুর নানান গুণ।
নেইল পলিশওয়লা মেয়েটির লম্বা লম্বা নখগুলো
মৌলবাদীদের হুংকার ছাড়াই ছোট হয়ে গেছে।

বস্তুবাদী দুনিয়া চেয়ে আছে আসমানের দিকে।
যেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে
নিজেরই চিরচেনা অচিন দেহ
সেই ক্ষমতাই দেমাগে আসার জন্য
সকলে প্রার্থনা করছে আসমানের খোদার কাছে।

তবু ঘরে না ফেরার কত কৌশল।
অথচ তুমি অবিনাশ নও।
ঘরে তোমাকে ফিরতেই হবে,
ঘরে তোমাকে ফিরতেই হবে।
পলায়নপর আঁখিতে ভয়ের নির্দশন নিয়ে
অথবা ভালোবাসার পরম তৃপ্তি নিয়ে।
ঘরে তোমাকে ফিরতেই হবে,
ঘরে তোমাকে ফিরতেই হবে।

নমরূদের তখতে তাউস ধ্বংসকারী মশার দল
কিংবা আবরাহার হস্তীবাহিনী ধ্বংসকারী পাখির দল
এখন আর কারো গল্প মনে হয় না।
তবুও ছল করে বেঁচে থাকার যে আয়েশী চিন্তা,
পরিহার তোমাকে করতেই হবে।
কারণ, বেলা শেষে ক্লান্ত পাখি তুমি,
ঘরে তোমাকে ফিরতেই হবে,
ঘরে তোমাকে ফিরতেই হবে।

– কবি আরিফুল ইসলাম শিকদার, আহবায়ক- এম জে পি।