Home কবিতা চাই ভালোবাসা

চাই ভালোবাসা

॥ মালেকা ফেরদৌস ॥

কখনো কখনো বড় বেশি কাছে আসো
আবেগের দাস হও (নাকি আবেগ তোমার দাস?)
দিতে চাও কি কিছু! কী দেবে আমায়?

কিছুই পারো না দিতে তুমি
আশারীর আসঙ্গের লিপ্সায় আনত যে চোখ
সে চোখ কখনো আকাশ দেখেনি;
নূতন সভ্যতার অট্টালিকা গড়ো তুমি
অরণ্য কেটে তিলোত্তমা নগর বানাও
নানাবিধ বিপণিবিতান!
কী করে জানবে তুমি,
মাটির তরঙ্গে বাজে সমুদ্রের গান।

প্রসাধন, শাড়ি আর নরম বিছানাই
জীবরের মহার্ঘ কিছু নয়,
জীবনের জন্য বিনিময় চাই জীবনের,
চাই ভালোবাসা,
হৃদয়ের নিবিড়তা।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-