Home সোশ্যাল মিডিয়া মানুষ ঠকানো বাদ দিয়ে তাওবা করে দ্বীনের পথে ফিরে আসুন: ভিপি নুর

মানুষ ঠকানো বাদ দিয়ে তাওবা করে দ্বীনের পথে ফিরে আসুন: ভিপি নুর

-ভিপি নুরুল হক নুরু।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডাকসু ভিপি নুরুল হক নুরু তার ফেসবুক পেজে গত ২৭ মার্চ রাতে করোনা মহামারিতে দুর্নীতি-লুটতরাজ, অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও মানুষ ঠকানো বাদ দিয়ে তাওবা করে দ্বীনের পথে ফিরে আসার আহবান জানিয়ে একটি পোস্ট লিখেছেন। নীচে ভিপি নূরের সেই পোস্টটি হুবহু উপস্থাপন করা হল-

“মহানবী (সা.) বলেন, ‘যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ ও মহামারী ব্যাপক আকার ধারণ করে, যা তাদের তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না ‘। (ইবনে মাজাহ, হাদিস- ৪০১৯)।

বিজ্ঞানী-গবেষকরা চাঁদে মানুষ পাঠায়, সমুদ্রের তলদেশে অজানা বস্তু আবিষ্কার করে, কয়েক মিনিটে একটি দেশকে ধ্বংস করার জন্য শক্তশালী পারমাণবিক বোমা বানায়। অথচ সামান্য এক ক্ষুদ্র ভাইরাসের কাছে বিশ্বের খ্যাতনামা বড় বড় বিজ্ঞানী, উন্নত চিকিৎসা ব্যবস্থা সবই পরাজিত হচ্ছে !

সারা বিশ্বের মানুষ আজ অসহায়, গৃহবন্দি! গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছে। চিন্তা করা যায়!

হ্যাঁ, মহান আল্লাহ তায়ালা সামান্য ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারাই বিশাল হস্তীবাহিনী ধ্বংস করেছিলেন। সামান্য এক মশা দিয়েই নমরুদের মতো শক্তিশালী বাদশাহকে শেষ করেছিলেন।

সুতরাং নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই আজাব থেকে মুক্তির জন্য দোয়া করুন। দুর্নীতি, লুটপাট, অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার, মানুষ ঠকানো বাদ দিয়ে তাওবা করে দ্বীনের পথে ফিরে আসুন”।