Home স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু আক্রান্ত ৩৬৪জন

ডেঙ্গু আক্রান্ত ৩৬৪জন

নিজস্ব প্রতিনিধি :
করোনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীও সনাক্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


অধিদফতরের তথ্য অনুযায়ী ২০জন ডেঙ্গুরোগী রাজধানী ঢাকা ও বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে। চলতি ডেঙ্গু মওসুমে মোট ৩৮৯ জনের ডেঙ্গু পরীক্ষা করে এখন পযন্ত ৩৬৪ জন আক্রান্ত সনাক্ত হয়েছে।


বাংলাদেশে ২০১৯ সালে ব্যাপকভাবে এডিস মশার কামড়জনিক ডেঙ্গুর প্রবণা দেখা দেয়। ১ লাখ ১হাজার ৩৫৪ জন হাসপাতালে ভত্তি হয়। সরকারি হিসেবে মোট ১৭৯জন মারা যায় গতবছর। তবে বেসরকা্রি হিসাবে এই সংখ্যা প্রায় ৪শ জন।


চলতি বছরও করোনার পাশাপাশি ডেঙ্গুর আশংকা করা হচ্ছে। এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশন মাঝে মাঝে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান চালাচ্ছে। ##