Home স্বাস্থ্য ও চিকিৎসা করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি

করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি

-ফাইল ছবি।

নিজস্ব প্রতিনিধি
সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানোর ঘোষণার একদিন পর পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ পরিপত্র জারি করা হয় মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে । এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে তাতে উল্লেখ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দেন, সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হচ্ছে।

আরও পড়তে পারেন-

তুরস্কের ঐতিহাসিক ‘আয়া সোফিয়া’ যেভাবে মসজিদে রূপান্তরিত হয়েছিল!

ফেরাউনি জমানার পাপাচার এবং মহামারির ইতিবৃত্ত

মহিলা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনে শরীয়তের বিধান কি

শান্তি, উন্নতি ও গণতন্ত্র শক্তিশালী হওয়ার জন্য সুশাসন অপরিহার্য

স্বাস্থ্য ও শিক্ষাখাত ভেঙে পড়া এবং রাষ্ট্রের ব্যর্থতা

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, সরকার যে ফি নির্ধারণ করেছে সে কারণে অনেক গরিব লোক পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, উনার নির্দেশনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ##

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।