Home ধর্মীয় প্রশ্ন-উত্তর মসজিদ-মাদরাসায় মানুষের দেয়া অতিরিক্ত কুরআন শরীফ বিক্রয় করা যাবে কি?

মসজিদ-মাদরাসায় মানুষের দেয়া অতিরিক্ত কুরআন শরীফ বিক্রয় করা যাবে কি?

- ফাইল ছবি।

প্রশ্ন: তাসলীম বাদ, মুহতারাম মুফতী সাহেব হুজুর, আমাদের মসজিদ, মাদরাসায় মানুষের দেয়া অনেক কুরআন শরীফ জমা হয়ে গেছে। যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশী। এখন মাদরাসা, মসজিদ কর্তৃপক্ষের কেউ কেউ চাচ্ছেন- অতিরিক্ত কুরআন শরীফগুলো বিক্রি করে মসজিদ, মাদরাসার উন্নয়নে কাজে লাগাতে। শরীয়তের দৃষ্টিতে এটা জায়েয হবে কি?

– রেজাউল করীম, সিলেট।

উত্তরঃ না।  এই কুরআন শরীফগুলো বিক্রি করা জায়েয হবে না। এগুলোকে হেফাজত করে রাখুন। মানুষ কুরআন শরীফ দিতে আসলে বলে দিন  আমাদের মসজিদ, মাদরাসায় পর্যাপ্ত কুরআন শরীফ আছে। আপনারা অন্য মসজিদ মাদরাসায় দান করুন, যেখানে প্রয়োজন আছে।  

উল্লেখ্য যে, উক্ত কুরআন শরীফগুলো যদি রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করেন, তাহলে আপনাদের আশপাশের এমন মসজিদ যেখানে প্রয়োজন রয়েছে; আপনাদের মসজিদের অতিরিক্ত কুরআন শরীফগুলোসেখানে দিয়ে দিন। অনুরূপ মাদ্রাসার অতিরিক্ত কুরআন শরীফগুলো অন্য এমন মাদরাসায় দিয়ে দিন যেখানে কুরআন শরীফের প্রয়োজন আছে।

প্রমাণে-

  • ফাতাওয়ায়ে রাহীমিয়্যা ,খণ্ড -৬,পৃষ্ঠা -৭৭
  • খাইরুল ফাতাওয়া,খণ্ড -১,পৃষ্ঠা-২২৬
  • ফাতাওয়ায়ে শামী,খণ্ড-৪,পৃষ্ঠা ৩৫৯-৩৬০

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-