Home ধর্মীয় প্রশ্ন-উত্তর বসে নামায আদায়কারী কোথায় দৃষ্টি নিবদ্ধ রাখবে এবং তাদের সাজদার পদ্ধতি কী?

বসে নামায আদায়কারী কোথায় দৃষ্টি নিবদ্ধ রাখবে এবং তাদের সাজদার পদ্ধতি কী?

প্রশ্ন: তাসলীম বাদ মুহতারাম, যে সব লোক নফল নামায বসে পড়ে অথবা উযরের  কারণে ফরয নামায বসে পড়তে হয়, তারা যখন নামাযে সূরা-ক্বিরাত পড়বে তখন দৃষ্টি কোন জায়গায় নিবদ্ধ রাখবে?

দ্বিতীয়ত: তারা যখন সাজদার জন্য ঝুঁকবে, তখন হস্তদ্বয় কোন জায়গায় রাখবে। কোনো কোনো  লোককে দেখা যায়  হস্তদ্বয় দু-হাঁটু থেকে একটু সামনের দিকে বাড়িয়ে শূন্যের উপর হস্তদ্বয় দ্বারা ইশারা করেন। এটা কতটা সঠিক হচ্ছে?

উত্তরঃ যে ব্যক্তি নফল নামায বসে পড়বে অথবা ফরজ নামায উযরের কারণে বসে পড়বে, সূরা ক্বিরাত পড়ার সময় তার দৃষ্টি সাজদার জায়গা নিবদ্ধ রাখবে। (হাশিয়াতু ত্বাহত্বাবী আলাল মারাকী, পৃষ্ঠা- ১৫১)।

দ্বিতীয় বিষয়: ইশারার মাধ্যমে যখন রুকু ও সাজদা করবে, তখন সাজদার সময়ও হস্তদ্বয় হাঁটুর উপরেই রাখবে। হস্তদ্বয় হাঁটু থেকে সামনে নিয়ে ইশারা করার প্রয়োজন নেই।

বসে নামায আদায়কারীদের রুকু ও সাজদার মাঝে পার্থক্য এতটুকু হবে যে, রুকুর জন্য যতটকু ঝুঁকবে, সাজদার জন্য তার চেয়ে কিছু বেশি ঝুঁকতে হবে।

  • মাযমাউল যাওয়ায়িদ, খণ্ড-২, পৃষ্ঠা- ১৪৮।
  • কিতাবুল আসার লি’আবী  ইউসুফ, হাদীস নং-৩৩২, পৃষ্ঠা- ৩৪১।
  • ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড- ১, পৃষ্ঠা-১৩৬।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-