Home রাজনীতি ফ্রান্সে মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজার লাউতায় যুব জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফ্রান্সে মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজার লাউতায় যুব জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নূর হোসাইন সবুজ: ফ্রান্সে সরকারী ভবনের দেয়ালে দেয়ালে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে বিয়ানীবাজারের লাউতায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন যুব জমিয়ত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব স্থানীয় বারইগ্রাম বাজারে এ বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে হাইপার মার্কেটের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত লাউতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম রাব্বানী মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব জমিয়ত লাউতা ইউনিয়নের সাধারণ সম্পাদক যুবনেতা মকবুল হোসাইন।

আরও পড়তে পারেন-

এসময় তিনি বলেন, ফ্রান্সের যে সকল পণ্য আমাদের দেশে বাজারজাত হচ্ছে বিশেষত প্রত্যেক জনসাধারণের ঘরে টোটাল গ্যাস সহ অন্যান্য পণ্য অনতিবিলম্বে বয়কট ও বর্জন করার আহবান জানান। ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহ’র কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান। অন্যথায় মুসলিম দেশগুলোকে কুটনৈতিকভাবে ফ্রান্স বর্জনের আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত লাউতা ইউনিয়নের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, হাফিজ মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা এনামুদ্দীন মুহসিন, যুবদল নেতা আফজল হুসাইন।

উপস্থিত ছিলেন, মাওলানা মাসরুর আহমদ, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক যুবনেতা মুস্তফা আল মাসউদ শাহীন, ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার কলেজ শাখা বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, হাফিজ রুমেল আহমদ, ইউনিয়ন যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্র জমিয়ত’র সহ সভাপতি মাওলানা যুবায়ের আহমদ, মাষ্টার আলী আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত’র প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুর রাজ্জাক, আলতাফ হোসেন, আমিনুল ইসলামসহ লাউতা ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি জনতা।

এসময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।