Home সোশ্যাল মিডিয়া অমিত শাহের বাংলাদেশ বিদ্বেষী বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

অমিত শাহের বাংলাদেশ বিদ্বেষী বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

বাংলাদেশ সরকারের তরফ থেকে বার বার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলা হলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একের পর এক বাংলাদেশ-বিদ্বেষী বক্তব্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে বাংলাদেশিদের মাঝে। ‘বিজেপি রাজ্য ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে একটা পাখিও ঢুকতে পারবে না’ সর্বশেষ তার এমন বক্তব্যে প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে তার এই অভব্য কথাবার্তার যথোপযুক্ত জবাব দিয়েছেন দেশপ্রেমী নেটিজেনরা। এসব জবাবের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশিরা কোনও প্রতিবেশী দেশের করুণায় চলে না বরং তারা নানা দিক দিয়ে প্রতিবেশীদের প্রতি অনুগ্রহশীল।

বাংলাদেশ ও বাংলাদেশিদের নিয়ে অমিত শাহের এমন তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য এই প্রথম নয়। এর আগেও তিনি বহুবার এধরনের তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা বলে ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে পড়েন। বিতর্কের মুখে ফেলেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে। তিনি কখনো বলেছেন, ‘অনুপ্রবেশকারী বাঙ্গালীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।’ আবার কখনো বলেছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাঙালিরা হচ্ছে উই পোকা’।

সাম্প্রদায়িক কট্টোর হিন্দুত্ববাদি দল বিজেপির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সফরে এসে ওই হুংকার ছাড়েন।

আরও পড়তে পারেন-

তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসুবকে সালাহউদ্দিন রাজু লিখেছেন- “মাননীয় প্রধানমন্ত্রীর উচিত সন্ত্রাসী ও উগ্রজাতীয়তাবাদী বিজেপি সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করা!বাংলাদেশের ট্রাভেলারদেরও উচিত ইন্ডিয়া ভ্রমন বাদ দিয়ে নিজের দেশ এক্সপ্লোর করে নিজেদের পর্যটন শিল্পকে উন্নত করা”।

মুরতুজা চৌধুরী লিখেছেন, ‘‘বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশীদের যাওয়ার প্রয়োজন নাই বরং ভারতীয়রা যেন বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যবস্থা করেন। ভারতীয়রা বাংলাদেশে ঢুকে কোটি কোটি বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। অমিত শাহকে বলতে চাই আপনারা ট্রানজিটের নামে করিডোর ব্যবহার করে বাংলাদেশের ভিতর দিয়ে প্রায় বিনা শুল্কে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যে পণ্য আনা-নেওয়া করছেন তাও বন্ধ করে দেন। দেখি আপনাদের বাহাদুরি কোথায় যায়।’’

মাসুম বিল্লাহ লিখেছেন- “বাংলাদেশে যে সকল ভারতীয় চাকুরী করে তাদেরকে উনি কি করবে?ভারতীয়দের কারণে আমাদের বেকার সমস্যা আরো প্রকট হচ্ছে… গরু বন্ধ করে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করাতে আমরা ধন্যবাদ দেই.. এখন ভারতীয় লোকগুলো কে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করুন… মিঃ শাহ।”

রুবেল চৌধুরী লিখেছেন, ‘‘জঙ্গি…. জানেনা যে বাংলাদেশের পাখি অন্য দেশে যায়না। বরং শীতকালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখলাখ পাখি বাংলাদেশে ঢুকে ও আতিথেয়তা পায়। বাংলাদেশ ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভাবেই অতিথিপরায়ণ।’’

আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, ‘‘ভারতকে বাংলাদেশ বন্ধ পরিচয় দেয়, কিন্তু ভারত বাংলাদেশকে বারবার অপমান করছে, আর বিশেষ দলের লোক ভারতকে তার পরও ভগমান মানে। কেন না তাদের দিয়ে ওরা টাকা ইনকাম করার ক্ষমতা ধরে রাখতে পারে বলে। কিন্তু স্বাধীনতার কথা বলা দলটা স্বাধীনতা বিক্রি করছে তার লাভের জন্য প্রতিটি জায়গায়..।’’

অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হান্নান কবির লিখেছেন, ‘‘আগে বাংলাদেশ থেকে ১০ লাখ ফেরত নিয়ে যান যারা বৈধ ভাবেই ৬০ বিলিয়ন ডলার আপনাদের দেশে পাঠায় আর অবৈধভাবে যে কত পাচার হয় তা আল্লাহ্ই ভালো জানেন।’’

আব্দুল কাদেরের প্রশ্ন, ‘‘৫০ বছর আগে যে বন্ধু ছিলো আজও সে কি বন্ধু আছে? ঠেলার চোটে থাকতে না পেরে বন্ধু ভাবা। আমরা এই নীতিতে বিশ্বাসী।’’

মাইন উদ্দীন লিখেছেন, ‘‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ভাষণটি বাংলাদেশে অবস্থিত স্বঘোষিত দিল্লীর দালালদের স্মরণে উৎসর্গ করার জোরদাবী জানাচ্ছি।
একতরফা বন্ধুত্বের প্রতিদান আমরা আর কতো শোধ করবো।’’

অমিত শাহকে উদ্দেশ্য করে আক্ষেপের সুরে ইলিয়াস উদ্দীনের মন্তব্য, ‘‘এভাবে বলছ ক্যান বন্ধু? তোমরাতো আমাদের বন্ধু, আমরা তোমাদের পা চাটা গোলাম। লাথি মারবা, গুলি করবা, শোষণ করবা তবু্ও বলব তোমরা আমাদের বন্ধু। আফসোস, হায়রে হতভাগা জাতি আমরা!’’

গাজী মিজানুর রহমান লিখেছেন- “বাংলাদেশ থেকে মানুষ না গেলে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসার কী হবে?আপনি হয়তো ভুলে গেছেন, ভারতের অনেক মানুষ বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কাজ করে ভারতে রেমিট্যান্স পাঠায়।নদীমাতৃক এই বাংলাদেশ থেকে পাখিরা যায় কম; আসে বেশি।এই জন্য বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর পাখি দেখার জন্য মানুষ অনেক ভিড় করে।এই বাংলাদেশের মানুষের আতিথিয়েতার বেশ সুনাম রয়েছে। নিজেরা না খেয়েও মানুষকে খাওয়ায়; এমন অনেক নজির ও ঐতিহাস রয়েছে।আপনার এই তথ্যটি জানা আছে কিনা জানি না, ২০২০ সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে ভারতে! বাংলাদেশ নয় কিন্তু। বর্তমানে বাংলাদেশে দারিদ্র‍্যের হার মাত্র ২০.৫%।তাই, এই ধরনের উদ্ভট বক্তব্য না দিয়ে গ্রহনযোগ্য বক্তৃতা দিলে মানুষের ভোট বেশি পেতে পারেন। শুভ কামনা”।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।