Home কবিতা কাল সন্ধ্যায়

কাল সন্ধ্যায়

।। মালেকা ফেরদৌস ।।

দুটো পাখি এসে বলে গেল- তোমার আসার কথা,
আজকাল আর তেমন মন খারাপ হয় না,
সারা দুপুর ওরা ছিল মাধবী পাতার আড়ালেই
আমার বারান্দায় (যদিও দুদিন আগে
ওটা অন্যের দখলে চলে গেছে)।

হয়তো আকাশটুকু মুছে যাবে একদিন, গাছগুলোও,
পাখি দুটো কোথায় যাবে তাহলে?
একটা লাবণ্যময় গাছের শাখা ঝুলছিল জানালায়
বাতাসের তরঙ্গে দুলছিল সবুজ পাতা ও ফুল।
আকাশে তারার দীপ্তি অনন্ত পেরিয়ে
তোমার স্পর্শের মত ছুঁয়ে গেল,
আমার ইচ্ছেগুলো সোনালি শব্দ হতে চাইল-

আমি সুমুদ্রকে বলি,- প্রিয় জ্যোৎস্নাকে বলি
কখনো বৈশাখের খর রোদকে শুধাই-
কেমন আছ তুমি?

প্রশান্তিময় বৃষ্টির মতই তোমার হাসি,
সবুজ ঘাসের উপর চাঁদ যেমন জ্যোৎস্না ঢেলে দেয়।
তোমাকেই বলি শোন হৃদয় ছুঁয়েছো যদি-
তুমি পাখি হও- হও প্রিয় নদী,পিপাসার জল হও-
হও কামনা সজল – বিচলিত কলগান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।