Home বিজ্ঞান ও প্রযুক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

এবার কখন শেষবার আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, স্ট্যাটাস ও প্রোফাইল ছবি- সবই প্রাইভেট এবং অনলি মি করে রাখতে পারবেন। 

ওয়েবিটাইনফো’র সূত্রে জানা যাচ্ছে, ইউজারদের প্রাইভেসি সেটিংসে বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।  এতদিন পর্যন্ত লাস্ট সিনের ক্ষেত্রে প্রাইভেসি সেটিংস ছিল তিন রকম।

এক- আপনার স্ট্যাটাস, প্রোফাইল ছবি এবং লাস্ট সিন, যা সকলেই দেখতে পারতেন। এর জন্য সিলেক্ট করতে হত ‘এভরিওয়ান’ অপশন।

দুই, কেবলমাত্র আপনার ফোনে সেভ করা নাম্বার অর্থাৎ আপনার ‘কনট্যাক্টস’-এ থাকা ব্যক্তিরাই তা দেখতে পাবেন।

তিন, কেউ আপনার স্ট্যাটাস, প্রোফাইল ছবি ও লাস্ট সিন দেখতে পাবেন না। যার জন্য ‘নোবডি’ সিলেক্ট করতে হত। এবার এর সঙ্গে যোগ হতে চলেছে নতুন এক অপশন।

আরও পড়তে পারেন-

‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট’ নামের নতুন ফিচার আসতে চলেছে। এখানে আপনি আপনার যোগাযোগ তালিকায় থাকা নম্বরগুলো থেকে নির্দিষ্ট নম্বরগুলোকে বেছে নিতে পারবেন যাদের আপনি এগুলো দেখতে দিতে না চান।

এই ফিচার অ্যানড্রয়েড ও আইওএস দুই ধরনের ফোনেই পাওয়া যাবে। তবে এখনও জানা যায়নি, ঠিক কীভাবে ওই নম্বরগুলোকে যোগ করা হবে। তবে যাদের আপনি আপনার লাস্ট সিন দেখতে দেবেন না, তাদের লাস্ট সিনও আপনি দেখতে পাবেন না। তবে এখনও পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার স্তরেই রয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।