Home রাজনীতি মুসলিম নারীদের হিজাব পরা সাংবিধানিক অধিকার: মাওলানা হামিদী

মুসলিম নারীদের হিজাব পরা সাংবিধানিক অধিকার: মাওলানা হামিদী

- মাওলানা মুজিবুর রহমান হামিদী।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘হিজাব পরা মুসলিম নারীদের সাংবিধানিক অধিকার। এটা শুধু এক টুকরো কাপড় নয়। এটা নারীদের জন্য  কুরআন-হাদিসের বিধান। এটা মুসলিম নারীদের সম্মান বৃদ্ধি করে। এটা মুসলিম নারীর গর্ব।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে তিনি আরো বলেন, কর্ণাটকে যা হচ্ছে, তা ইসলামী বিধানে হস্তক্ষেপ এবং ভারতসহ সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় বিধান পালনের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

আরও পড়তে পারেন-

মাওলানা হামিদী বলেন, একজন মানুষের ধর্মীয় পোশাক পরিধানে বাধা প্রদান করার অধিকার কোন সংবিধানে নেই। তাই কর্ণাটকসহ কোনো  শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় বিধান পালনের স্বাধীনতা হরন এবং নারী- মেয়েদের কলঙ্কিত ও অপমানিত করার শামিল।

তিনি অবিলম্বে ভারতের মুসলিমদেরকে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করার অধিকার প্রদানের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।