Home সোশ্যাল মিডিয়া মাদকের গ্রাস থেকে শিক্ষার্থীদের রক্ষা করা জরুরি

মাদকের গ্রাস থেকে শিক্ষার্থীদের রক্ষা করা জরুরি

-ফাইল ছবি

দেশে বেড়েই চলেছে মাদকাসক্তের সংখ্যা। এক পরিসংখ্যানে জানা যায়, বর্তমানে দেশে মাদকাসক্তের সংখ্যা ৬০ লাখেরও বেশি। যার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থী।

প্রায় ৭০ ভাগ শিক্ষার্থী মাদকাসক্ত হওয়ার পেছনে কাজ করে বন্ধু-বান্ধব। প্রথমে তারা সিগারেট দিয়ে শুরু করে, পরবর্তীতে অন্যান্য মাদক দ্রব্যের প্রতি তাদের আসক্তি বাড়তে থাকে। যদি কেউ একবার এই নেশার জালে জড়িয়ে পড়ে, তাহলে সহজে সে আর এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে না।

মাদকাসক্তি প্রতিরোধের সর্বাপেক্ষা কার্যকর উপায় হচ্ছে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় সচেতনতা তুলে ধরা। এছাড়াও মাদকদ্রব্য অনুপ্রবেশের দিকে সরকারে প্রশাসনের কড়া নজর দেওয়া, যাতে কোনোভাবেই দেশে মাদকদ্রব্য অনুপ্রবেশ করতে না পারে।

পাশাপাশি মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।

আবির হাসান সুজন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।