Home ধর্মীয় প্রশ্ন-উত্তর মাদ্রাসার জন্য ওয়াক্ফকৃত স্থানে ঈদের নামায জায়েয হবে কি?

মাদ্রাসার জন্য ওয়াক্ফকৃত স্থানে ঈদের নামায জায়েয হবে কি?

আল্লামা মুফতি জসিমুদ্দীন। ছবি- উম্মাহ।

প্রশ্নঃ মাদ্রাসার জন্য ওয়াক্ফকৃত স্থানে ঈদের নামায জায়েয হবে কি?

– মুস্তফা জামাল, হাটহাজারী, চট্টগ্রাম।

উত্তরঃ প্রথমতঃ ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই ভূ-পৃষ্ঠের যে কোন স্থানে সব ধরনের নামায আদায় করা জায়েয। তবে তা আদায়ের ক্ষেত্রে উত্তম ও অনুত্তমের ব্যাপার রয়েছে। যেমন- পাঁচ ওয়াক্ত ফরয নামায জামে মসজিদে পড়া উত্তম। আবার জানাযার নামায মসজিদে পড়া মাকরূহ্। মসজিদের বাইরে মাঠে পড়া উত্তম।

অনুরূপ ঈদের নামাযও মসজিদ কিংবা মাদ্রাসার জন্য ওয়াক্ফকৃত স্থানে পড়া খেলাফে সুন্নাত তথা সুন্নাত পরিপন্থী। তাই ঈদের নামায মুক্ত আকাশের নীচে খোলা মাঠে পড়া সুন্নাত (সর্বোত্তম)।

আরও পড়তে পারেন-

বলা বাহুল্য, যদি কোন ঈদগাহের (যা পূর্ব থেকেই ঈদগাহ্ হিসেবে নির্ধারিত ছিল) চার পাশে মাদ্রাসার ভবন নির্মাণ করা হয়ে থাকে, যদ্দর€ন ঈদগাহ্টি মাদ্রাসার ভিতরে পড়ে যায়। এমতাবস্থায় উক্ত ঈদগাহে ঈদের নামায আদায় করলে সুন্নাত আদায় হয়ে যাবে।

কিন্তু মাঠটি যদি ঈদগাহের না হয়ে মাদ্রাসা বা অন্য কারো হয়, তাহলে সুন্নাত আদায় হবে না। তবে নামায আদায় হয়ে যাবে।

সূত্র- বুখারী শরীফ-১/৬২, ১৩১, ফাত্হুল বারী-১/৭০১, তিরমিযী শরীফ-১/১১৯, হাশিয়া নং ১, বাদায়ে’-১/২৭৫, ২৮০, র্দুর€ল মুখ্তার-২/১৬৯)।

উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন

মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।