Home শিক্ষা ও সাহিত্য ঢাকা উত্তরাস্থ ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’র নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা উত্তরাস্থ ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’র নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নূর হোসাইন: রাজধানীর উত্তরার প্রতিষ্ঠিত জামিয়াতুন নূর আল কাসেমিয়ার নতুন শিক্ষাবর্ষ (১৪৪৩-৪৪ হিজরী)এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ শাওয়াল ১৪৪৩ হিজরি মোতাবেক ৯ মে সোমবার থেকে ১০ই শাওয়াল মোতাবেক ১২মে বৃহস্পতিবার পর্যন্ত সকল জামাতে নির্ধারিত আসনে ভর্তি চলবে। ২০২১ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হওয়া জামিয়াটি প্রতিষ্ঠার শুরু লগ্নেই মক্তব, হিফজ’সহ ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদীস ও তাখাসসুসাতের অন্যান্য ফ্যাকাল্টি খুলে সকল জামাতেই নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী পেয়ে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠার প্রথম বৎসরেই বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠানটি ঈর্ষনীয় সাফল্য পেয়েছে।

জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা নাজমুল হাসান কাসেমী জীবনের দীর্ঘ সময় আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর সান্নিধ্যে ছিলেন। জামিয়া মাদানিয়া বারিধারায় দীর্ঘ দিন ধরে নায়বে মুহতামিমের দায়িত্ব পালন এবং আল্লামা কাসেমী (রাহ.)এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বও পালন করেন তিনি। প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ আল্লামা কাসেমী (রাহ.)কে উৎসর্গ করে প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’।

আরও পড়তে পারেন-

ভর্তির সময়ঃ
সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ২.৩০ থেকে আসর পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত খরচাদিঃ
ভর্তি ফি-২০০০/- টাকা, কুতুবখানা ফি-৩০০/- টাকা এবং ছাত্র পাঠাগার ফি- ২০০/- টাকা এবং ভর্তি ফরম ফি ২০০/- টাকা মাত্র।

মাসিক খরচাদিঃ
কিতাব বিভাগ ইউটিলিটি বিল-৫০০/- টাকা, হিফজ, নাজেরা ও মকতব বিভাগ- ১,০০০/- টাকা, খরিদী খানা ৩ বেলা- ২০০০/- টাকা এবং ইমদাদী খানা এককালীন-২০০০/- টাকা মাত্র।

ভর্তির জন্য নির্ধারিত নম্বর ও পরিক্ষার বিষয়ঃ

  • উলূমুল হাদীস- ৮০%। কুতুবুস সিত্তাহ ও শরহু নুখবাতুল ফিকার।
  • ইফতা- ৮০%। নূরুল আনওয়ার ও হিদায়া ৩য় খণ্ড।
  • তাফসীর- ৭০%। আরবী যে কোনো কিতাব।
  • আদব- ৭০%। শামায়েলে তিরমিজি ও মাকামাতে হারীরী।
  • তাকমীল- ৫০%। মিশকাতুল মাসাবিহ।
  • ফযিলত ২য় বর্ষ- ৫৫%। জালালাইন ও হিদায়া ২য় খণ্ড।
  • ফযিলত ১ম বর্ষ- ৬০%। শরহে বেকায়া ও নূরুল আনওয়ার।
  • ছানাবিয়া উলইয়া- ৬৫%। কাফিয়া ও মুখতাসারুল কুদূরী।
  • মুতাওয়াসসিতাহ ৪থ বর্ষ- ৬৫%। হিদায়াতুন্নাহু ও ইলমুস সীগাহ।
  • মুতাওয়াসসিতাহ ৩য় বর্ষ- ৭০%। নাহবেমীর ও শরহে মিয়াতি আমল।
  • মুতাওয়াসসিতাহ ২য় বর্ষ- ৭০%। মিযান ও এসো আরবি শিখি।
  • মুতাওয়াসসিতাহ ১ম বর্ষ- ৮০%। তাইসীরুল মুবতাদী ও তালীমুল ইসলাম।
  • ইবতেদাইয়্যাহ- ৮০%। কুরআনুল কারীম ও বাংলা, অংক চতুর্থ শ্রেণী।

ইমদাদী খোরাকীর আবেদপত্রের জন্য নির্ধারিত নম্বরঃ
উলূমুল হাদীস- ৮০, ইফতা- ৮০, তাফসীর- ৭০, আদব- ৭০, তাকমীল- ৬০, ফযিলত ২য়-৬৫, ফযিলত ১ম-৭০, সানাবিয়া উলইয়া- ৭৫, মুতাওয়াসসিতাহ ৪থ- ৭৫, মুতাওয়াসসিতাহ ৩য়- ৮০, মুতাওয়াসসিতাহ ২য়- ৮০, মুতাওয়াসসিতাহ ১ম- ৮০, ইবতেদাইয়্যাহ- ৮০।

সীট বণ্টন- ১৬ মে সোমবার।

কিতাব বিতরণ- ১৭ই মে মঙ্গলবার।

দরসে ইফতেতাহ- ১৮ মে বুধবার।

মাদরাসার ঠিকানাঃ
স্থায়ী ক্যাম্পাস- চেয়ারম্যানবাড়ি মোড়, নয়ানগর, তুরাগ, উত্তরা, ঢাকা।
অস্থায়ী ক্যাম্পাস- হাউস-২৪, রোড- ১৪, সেক্টর- ১২, উত্তরা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম: এসএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

প্রতিষ্ঠার প্রথম বছরেই বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়াতুন নূর আল কাসেমিয়ার ঈর্ষণীয় সাফল্য

যোগ্য-আদর্শবান আলেম গড়ার প্রত্যয়ে উত্তরায় গড়ে ওঠেছে ‘জামিয়াতুন নূর আল-কাসেমিয়া’