Home ইসলাম রওজা মোবারকের সর্বপ্রবীণ তত্ত্বাবধায়কের মৃত্যু

রওজা মোবারকের সর্বপ্রবীণ তত্ত্বাবধায়কের মৃত্যু

মদিনায় অবস্থিত মহানবী (সা.)-এর রওজা মোবারকের সর্বপ্রবীণ তত্ত্বাবধায়ক আগা হাবিব মুহাম্মদ আল-আফারির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার তাঁর মৃত্যু হয়।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ তাদের সামাজিক মাধ্যম ও ফেসবুক স্ট্যাটাস ও টুইট বার্তায় বলেছে, ‘মসজিদ-ই-নববীর সবচেয়ে প্রবীণ তত্ত্বাবধায়ক আগা হাবিব মুহাম্মদ আল-আফারি বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁকে রওজা মোবারকের সেবা করার অনন্য সৌভাগ্য দান করেছেন।

আরও পড়তে পারেন-

গালফ টুডে জানিয়েছে, আল-আফারি ৪০ বছরেরও বেশি সময় ধরে রওজা আতহারের সেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত বুধবার ইন্তেকাল করেন এবং একই দিন মাগরিবের নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রওজা আতহার মূল আম্মাজান আয়েশা (রা.)-এর ঘর। যেখানে মহানবী (সা.) তাঁর দুই সঙ্গী আবু বকর (রা.) ও ওমর (রা.) নিয়ে ঘুমিয়ে আছেন। মসজিদ-ই-নববীর রওজা অংশের ওপর স্থাপন করা হয়েছে সবুজ গম্বুজ।

সূত্র: গালফ টু ডে।

উম্মাহ২৪ডটকম:এসএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।