Home ইসলাম মসজিদুল হারাম প্রাঙ্গণে সবুজায়ন প্রকল্পের উদ্বোধন

মসজিদুল হারাম প্রাঙ্গণে সবুজায়ন প্রকল্পের উদ্বোধন

মক্কার পবিত্র মসজিদুল হারামে উদ্ভিদ প্রকল্পের উদ্যোগ উদ্বোধন হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তা উদ্বোধন করেন। গ্র্যান্ড মসজিদে পরিচ্ছন্ন পরিবেশ গড়তে এবং জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকশই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন শায়খ সুদাইস।

সৌদি আরবের সবুজায়ন উদ্যোগের দ্বিতীয় পর্বের সঙ্গে এ উদ্ভিদ প্রকল্পের উদ্যোগ শুরু হয়।

আরও পড়তে পারেন-

 ভূমির অবক্ষয় কমানো, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, কার্বন নিঃসরণ কমানো ছাড়াও জীবনযাত্রার মান উন্নয়ন করা এ প্রকল্পের প্রধান লক্ষ্য। সবুজ অর্থনীতি ও অধিকতর টেকসই ভবিষ্যতের দিকে দ্রুত রূপান্তরের মাধ্যমে নিরাপদ পরিবেশ গড়তে যাচ্ছে সৌদি আরব।

পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজ পালনকারীদের জীবন মান উন্নয়ন ও সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপনের প্রকল্প গ্রহণ করা হয়।  টেকশই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দূষণ ও তাপমাত্রা হ্রাস করে পরিবেশের উন্নয়ন করা হবে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।