Home ইসলাম ঢাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

ঢাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‍্যালির মাধ্যমে দিবসটির উদযাপন শুরু হয়। আরবি বিভাগের শিক্ষকদের নেতৃত্বে এতে অংশ নেন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী।  ক্যাম্পাস প্রদক্ষিণের পর র‌্যালিটি অপরাজেয় বাংলায় এসে মিলিত হয়।

kalerkantho
বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপনের র‌্যালিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. যুবাইর ইহসানুল হক, ড. রফিকুল ইসলাম, ড. কুতুবুল ইসলাম নোমানী, ড. এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, ড. শহিদুল ইসলাম, ড. মিজানুর রহমানসহ আরো অনেকে।

শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বব্যাপী আরবি ভাষায় গুরুত্ব তুলে ধরে আরবি বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক আবদুল কাদের বলেন, ‘আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের ২৫টি দেশের রাষ্ট্রভাষা আরবি। পাশাপাশি ৪২২ মিলিয়নের বেশি মানুষ এই ভাষায় কথা বলে। জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে ইউনেসকোর উদ্যোগে প্রতিবছর ১৮ ডিসেম্বর আরবি ভাষা দিবস পালিত হয়। ‘

আরও পড়তে পারেন-

kalerkantho
বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপনের র‌্যালিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সহকারী অধ্যাপক মাহদি হাসান বলেন, ‘আরবি ভাষার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর পেছনে রয়েছে আর্থ-সামাজিক প্রেক্ষাপট। নানা কারণে মধ্যপ্রাচ্য এখন পুরো বিশ্বের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার যোগাযোগ মাধ্যম হিসেবে আরবি ভাষা এখন বিশ্ববাজারে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং প্রাচীন ও আধুনিক জ্ঞানচর্চায় নিজের যোগ্যতা প্রমাণ করতে আরবি ভাষা জানার বিকল্প নেই। ’

১৯৭৩ সালে ১৮ ডিসেম্বর ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চায়নিজ, রুশ ভাষার পাশাপাশি আরবি ভাষাও জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে। দিনটি স্মরণ রাখতে ২০১২ সাল থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেসকোর উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত হয়। এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো, ‘মানবসভ্যতা ও সংস্কৃতিতে আরবি ভাষার অবদান। ’

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।