Home রাজনীতি ইউকে জমিয়তের কাউন্সিল সম্পন্ন: সভাপতি ড. মাওলানা শুয়াইব, সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম

ইউকে জমিয়তের কাউন্সিল সম্পন্ন: সভাপতি ড. মাওলানা শুয়াইব, সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম

বিধ্বস্ত ও রক্তাক্ত মজলুম ফিলিস্তিনীদের গগনবিদারী চিৎকারে সাঁড়া দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সর্বস্ব কোরবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং আল্লাহর অসংখ্য নবীগনের স্মৃতি বিজড়িত পণ্যভূমিতে মুসলিম নির্যাতনের ভয়াল বিনাশ যজ্ঞের মোকাবেলায় ঐক্যবদ্ধ ও সুপরিকল্পিত আন্দোলন সংগ্রাম বিশ্বব্যাপী জোরদার করার আহ্বান জানিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশন ও বিরাট গণ সম্মেলন। পুরো বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুর সংখ্যক উদ্যমি জমিয়ত কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল জমিয়তের এ ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন।

সভায় সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম ও প্রাক্তন কমিটির জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ।

কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটির ঘোষনা দেন বৃটেনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রাণপুরুষ, স্বনামধন্য বুজুর্গ আলেম মাওলানা শায়খ আসগর হুসাইন।

আরও পড়তে পারেন-

সম্মেলনে বাংলাদেশ থেকে কেন্দ্রীয় জমিয়তের সভাপতি হযরত মাওলানা শায়খ জিয়া উদ্দীন লিখিত বক্তব্য প্রেরণ করেন। যা লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমান উপস্থিতির সামনে পেশ করেন। কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দীও ইউকে জমিয়তের এ কাউন্সিল অধিবেশনে অত্যন্ত আবেগ বিজড়িত লিখিত বক্তব্য প্রেরণ করেন । যা মুফতি আবদুল মুনতাকিম সবার সামনে পড়ে শোনান। এক ই ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হুসাইন টেলিফোনিক বক্তব্যের মাধ্যমে ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশনে অংশ গ্রহণ করেন।

কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের এ অংশগ্রহন, স্বতঃস্ফূর্ত সমর্থন ও বক্তব্য প্রদানের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কর্মীদের মধ্যে যারপরনাই উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঞ্চার হয়।এর জন্য সবাই কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ভাবে শুকরিয়া জ্ঞাপন করেন।

সম্মেলনে বিগত ছয় বছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মাওলানা সৈয়দ তামীম আহমদ। অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী।

নতুন কমিটিতে উপদেষ্টাগন সহ মোট ১০১সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন যথারীতি আধ্যাত্মিক রাহবার মাওলানা শায়খ আসগর হুসাইন। ইউকে জমিয়তের সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মারকাজুল উলূম লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ। সিনিয়র সহ-সভাপতি পদে পূর্বের ন্যায় বহাল রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতী আবদুল মুনতাকিম। নতুন জেনারেল সেক্রেটারী নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সংগঠক আলেমেদ্বীন মাওলানা সৈয়দ নাঈম আহমদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা শামছুল আলম। নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ রশীদ আহমদ।

নতুন কমিটিতে ১০১ জন দায়িত্বপ্রাপ্তদের নাম সহ পূর্ণ তালিকা কাউন্সিল অধিবেশনে প্রধান উপদেষ্টা মহোদয় পড়ে শোনান। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শায়খে কাতিয়া(রাহঃ) এর সুযোগ্য সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ। ইউ কে জমিয়তের কাউন্সিল অধিবেশনে শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী, বো সেন্ট্রাল মসজিদ এর খতীব মাওলানা ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, খেলাফত মজলিস ইউকে দক্ষিণ এর সভাপতি মাওলানা সাদিকুর রহমান, “ইউকে উলামা মাশায়েখ” এর সভাপতি মাওলানা এ, কে মওদুদ হাসান, আরব আলেম শায়খ রমযী, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি পীর আহমদ কুতুব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বারগর্ভ বক্তব্য উপস্থাপন করেন এবং ইউকে জমিয়তের সার্বিক কর্ম প্রয়াস ও সাংগঠনিক কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। সভায় শেষ মুনাজাতে মাওলানা আসগর হুসাইন মজলুম ফিলিস্তিনীদের জন্য কায়মনোবাক্যে দোয়া করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।