Home ধর্মীয় প্রশ্ন-উত্তর নামাযে সিজদায়ে সাহু আদায় প্রসঙ্গে দু’টি প্রশ্নের জবাব

নামাযে সিজদায়ে সাহু আদায় প্রসঙ্গে দু’টি প্রশ্নের জবাব

প্রশ্ন: (ক) নামাযে ভুলবশতঃ কোনো ওয়াজিব ছুটে গেলে যদি সাহু সিজদা না করা হয়, তাহলে নামায শুদ্ধ হবে কি?

(খ) নামাযে ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছেড়ে দিলে তারপর সাহু সিজদা করা হলে, নামায শুদ্ধ হবে কি? আর যদি সিজদায়ে সাহু না করা হয়, তাহলে হুকুম কি হবে?

——– মুহাম্মদ মনজুরুল, দেবিদ্বার, কুমিল্লা।

জবাব: (ক) ভুলবশতঃ নামাযের কোনো ওয়াজিব আমল ছুটে গেলে সিজদায়ে সাহু আদায় করা ওয়াজিব। যদি সিজদায়ে সাহু আদায় করা না হয়, তাহলে নামায পুনরায় আদায় করে নেওয়া ওয়াজিব।

(খ) নামাযে ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব আমল ছেড়ে দিয়ে যদি সিজদায়ে সাহু করা হয়, তবুও নামায পুনরায় আদায় করা ওয়াজিব। আর সিজদায়ে সাহু না করলেও পুনরায় নামায দোহরিয়ে আদায় করতে হবে। বিস্তারিত জানতে দেখুন- ফাতাওয়া আলমগীরী-১/১২৬, বাহরে রায়েক-২/৯১)।

জবাব লিখেছেন- মুফতী মনির হোসাইন কাসেমী

ফাযেলে- দারুল উলূম দেওবন্দ (দাওরা ও ইফতা), সিনিয়র মুহাদ্দিস ও মুফতি- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা এবং উপদেষ্টা সম্পাদক- উম্মাহ ২৪ডটকম।