জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে সকল থানায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আজ (১৫ মে) বৃহস্পতিবার বাদ জোহর তুরাগস্থ জামিয়াতুল নূর আল কাসিমিয়ায় এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুফতি কেফায়েত উল্লাহ আজহারী এর সঞ্চালনা এবং মুফতি মহিউদ্দিন মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জমিয়ত সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নাজমুল হাসান কাসেমী।
পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কায়েম করা ছাড়া জাতি তার ন্যায্য অধিকার ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়। ফ্যাসিবাদ এবং দুর্নীতিমুক্ত সুশাসনের দেশ কেবল ইসলামই উপহার দিতে পারে। তাই সকল শ্রেণীর ওলামায়ে কেরাম পরিবর্তিত এই বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়নের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এই লক্ষ পূরণে সকলকে জমিয়তে ওলামায়ে ইসলামের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান জমিয়ত সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক।
সভায় আরো উপস্থিত ছিলেন– মাওলানা নুরুল ইসলাম কাসেমী, মাওলানা মুফতি আব্দুস সাত্তার গাওয়াইর মাদ্রাসা দক্ষিন খান, মাওলানা মুফতি শওকত কাসেমী দারুল উলুম আজমপুর, মাওলানা বুরহান উদ্দিন ফারুকিয়া মাদ্রাসা উত্তরখান, মাওলানা জাকির হুসাইন মুহাদ্দিস গাওয়াইর মাদ্রাসা, মাওলানা ইসহাক কামাল, মাওলানা ইউসুফ কাসেমী উত্তরখান, মাওলানা মোকাররম হুসাইন উত্তরখান, মাওলানা মুফতি রুহুল আমিন নোমানী দারুস তাকওয়া উত্তর খান, মাওলানা হাবিবুর রহমান জামিয়াতুন নূর, মাওলানা মুফতি আহমদ শফি তুরাগ, মুফতি শহিদুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান কাওলা শামসুল উলুম, মাওলানা আমির উদ্দিন ফয়জি দারুল আশরাফ দক্ষিণ খান, মাওলানা আবু বকর বিমানবন্দর, মাওলানা ইব্রাহীম আজাদী, মাওলানা নিজাম তালুকদার, মাওলানা ওয়ালিউল্লাহ বিমানবন্দর, মাওলানা সালাউদ্দিন হাউজবিল্ডিং উত্তরা পূর্ব, মাওলানা নুরুল হক দারুল হিকমাহ পাকুরিয়া, মাওলানা ফিরোজ, মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা ইসমাইল হোসাইনী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম মাজীদি, মাওলানা ইউনুছ, মুফতি আব্দুল ওয়াদুদ, মুফতি মিজান, মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজাদ, জনাব মোশাররফ হোসেন দুলাল প্রমুখ।
এছাড়াও বৃহত্তর উত্তরা ৭ থানার নেতৃস্থানীয় আরও বহু ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ