Home রাজনীতি মধ্যরাতে ঢাবিতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জুলাই ঐক্যের বিক্ষোভ

মধ্যরাতে ঢাবিতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জুলাই ঐক্যের বিক্ষোভ

‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদের’ বিরুদ্ধে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ”, “আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই” এমন নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে কারও কারও মধ্যে অতিমাত্রায় ভারত ও যুক্তরাষ্ট্রপ্রীতির প্রবণতা দেখা যাচ্ছে। অভ্যুত্থানের মূল দাবি ছিল- আওয়ামী লীগ নিষিদ্ধ করে গণহত্যার বিচার করা। কিন্তু উপদেষ্টারা সে দিকে নজর না দিয়ে উল্টো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। আমরা এসব কোনোভাবেই মেনে নেব না।

আরেক সংগঠক ইসরাফিল ফারাবী বলেন, সচিবালয়ে চুপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দোসরদের এখনই বিতাড়িত করতে হবে। আগামী মাসের মধ্যে যদি এদের অপসারণ না করা হয়, তাহলে আমরা সচিবালয় ঘেরাও করবো।

আরও পড়তে পারেন-

সমাবেশে জানানো হয়, রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি এবং ভারতীয় আগ্রাসন মোকাবিলায় শিগগিরই নতুন প্রতিবাদ কর্মসূচি পালন করবে ‘জুলাই ঐক্য’ যা ৮০টি সংগঠনের একটি যৌথ প্ল্যাটফর্ম।

সমাবেশে জুলাই ঐক্যের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো- জুলাইয়ের সকল শক্তিকে নিঃশেষ করতে যারা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা।

উপদেষ্টা পরিষদে যেসব সদস্য ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, তাদের অপসারণ করে নতুনভাবে উপদেষ্টা পরিষদ গঠন করা; নির্ধারিত সময়ের মধ্যেই ‘জুলাই ঘোষণা পত্র’ প্রকাশ করা।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা ‘জুলাই স্পিরিট’ ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।