Home রাজনীতি ‘পুশ ইন’–এর নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে: খেলাফত মজলিস

‘পুশ ইন’–এর নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে: খেলাফত মজলিস

‘পুশ ইন’–এর (ঠেলে লোক পাঠানো) নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে বলে মনে করে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা ভারতকে পুশ ইন বন্ধ করতে এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিজিবিকে সহায়তা করতে বলেছেন।

বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে খেলাফত মজলিস ভারতের ‘পুশ ইন’ বিষয়ে সংশ্লিষ্ট বক্তব্যের কথা জানায়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় খেলাফত মজলিসের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করছে। ভারতকে অবিলম্বে বাংলাদেশে পুশ ইন বন্ধ করতে হবে।

আরও পড়তে পারেন-

খেলাফত মজলিসের নেতারা বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রকৃত কোনো নাগরিক ভারতে থাকলে তাঁদের যথাযথ চ্যানেলে ফেরত নিতে আপত্তি নেই। কিন্তু তা না করে ভারত পুশ ইনের নামে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে।

তাঁরা আরও বলেন, বাংলাদেশ সীমান্তে ভারতের সব ধরনের উসকানি বন্ধ করতে হবে। একই সঙ্গে বিজিবিকে সহায়তার জন্য স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে।

বুধবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত মালিক, আইনবিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।