Home জাতীয় সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত

সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে ঘরের ওপর টিলা ধসে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন আরেকজন। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত একটি ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এখনো তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তবে মাটিচাপা পড়া ব্যক্তিরা জীবিত না মৃত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়তে পারেন-

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, আমরা খবর পেয়ে বিষয়টি মনিটর করছি। প্রচন্ড ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।